আবারও ‘ভাইজান’ হয়ে পর্দায় হাজির হয়েছেন বলিউড সুপার স্টার সালমান খান। ‘বাজরঙ্গী ভাইজান’-এর পর এবার ভক্তদের ঈদ উপলক্ষ্যে উপহার দিয়েছেন ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা।
গত ২১ এপ্রিল মুক্তি পাওয়া নতুন এ সিনেমা মাত্র তিন দিনেই বক্সঅফিস তোলপাড় করে দিয়েছে। পেরিয়েছে ১০০ কোটি রুপির মাইলফলক।
বক্স অফিস গরম করা এই নতুন সিনেমায় আসলে কী আছে? ‘ভাইজান’-এর নতুন সিনেমা নিয়ে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে উপমহাদেশসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে।
‘কিসি কা ভাই কিসি কি জান’ এর প্রধান উপজীব্য:
জানা গেছে, তামিল সিনেমা ‘ভীরাম’র রিমেক এ সিনেমা। এই সিনেমার গল্পে মনুষ্যত্বকে প্রধান উপজীব্য হিসাবে দেখানো হয়েছে। ছোট ভাইদের জীবন গড়ে তুলতে ব্যাচেলর হয়ে জীবনযাপনে বদ্ধপরিকর সালমান খান।
কিন্তু তার জীবনে যখন সুন্দরীদের আনাগোনা শুরু হয় তখন নিজের প্রতিশ্রতি রক্ষায় বিপাকে পড়েন তিনি। কারণ তার জীবনে অগ্রাধিকার জীবনসঙ্গিনী খুঁজে পাওয়া তার ভাইয়েরা। কিন্তু ভাইজান তখনো একা।
এ কারণে ছোট ভাইয়েরা বড় ভাইয়ের জন্য সঙ্গিনী খুঁজে পেতে মরিয়া। শেষমেশ তারা খুঁজে পেলেন ভাগ্যলক্ষী নামের পুজা হেগড়েকে। কিন্তু তার পরিবারের দুর্বল অতীত এ সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায়।
এই কারণে বিরতি পর্যন্ত কিছু রক্তাক্ত অ্যাকশন দৃশ্য থাকা সত্বেও সিনেমাটির গল্প সেভাবে দানা বাঁধতে পারেনি। তার মানে, এ পর্যন্ত দর্শকের ধৈর্যের পরীক্ষা চরমে।
ফরহাদ সামজি পরিচালিত এ সিনেমার প্রাণ চরিত্র আসলে পুজা হেগড়ে অভিনীত ভাগ্যলক্ষী। তার পেশিপ্রদর্শন আর প্রেমময় ছলাকলা দর্শককে বিমোহিত করে। সালমানের সঙ্গে তার রসায়ন দৃশ্যগুলোও দর্শকদের হলে টানছে।
সিনেমা বিশেষজ্ঞদের অভিমত:
সিনেমা মোদিরা বলছেন, দুর্বল চিত্রনাট্য হওয়া সত্বের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ব্যবসা সফল সিনেমার তালিকায় নাম লেখাতে যাচ্ছে। যদিও শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার ধারে কাছে পৌঁছাতে পারবে বলে মনে করছেন না সিনেমা বিশেষজ্ঞরা।
প্রায় ১৫০ কোটি রুপি খরচের এই সিনেমাটি নির্মাণ করা হয়েছে। প্রথম সপ্তাহেই পুঁজি তুলবে বলে বিশ্বাস হলেও ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘বাজরঙ্গী ভাইজান’-এর ব্যবসাকে কখনোই ছাড়াতে পারবে না বলে মনে করেন সিনেমাবোদ্ধারা।
দুবাইয়ে বিয়ের প্রস্তাব:
বলিউডের দর্শকপ্রিয় এই অভিনেতার বয়স প্রায় ৫৮ ছুঁই ছুঁই। তবুও চিরকুমার তিনি। জীবনে কত নারীই এসেছেন, তাদের অনেকের সাথে সম্পর্কে জড়িয়েছেন বলেও শোনা যায়। সেই তালিকায় রয়েছেন ঐশ্বরিয়া, ক্যাটরিনার মতো বলিউডের প্রথম সারির অভিনেত্রীরাও।
তবে বিয়েটা আর করা হয়ে ওঠেনি ভাইজানের। বিভিন্ন সময় তার বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে সিঙ্গেল থাকতেই ভালোবাসেন বলে সাফ জানিয়ে দেন ভাইজান। তবে তার বিয়ের প্রসঙ্গ বারবারই উঠে এসেছে সংবাদে।
সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘কিসি কি ভাই কিসি কা জান’র প্রচারণার কাজে আমিরাতের দুবাই গিয়েছিলেন সালমান খান। সেখানেই সরাসরি বিয়ের প্রস্তাব পান তিনি।
মেরুন শার্ট আর কালো প্যান্টে দুবাইয়ে ভক্ত- অনুরাগীদের মাঝে উপস্থিত হন সালমান খান। তাকে সামনাসামনি দেখে উচ্ছ্বসিত তার
ভক্ত-অনুরাগীরা। সেখানে তাকে ঘিরে নারী ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখ কপালে উঠার মতো।
তার এক তরুণী অনুরাগী ভিড়ের মধ্যেই সালমানের সামনে উঠে দাঁড়িয়ে বলেন, ‘সালমান, মুঝসে সাদি করোগে?’ যার অর্থ তুমি কি আমায় বিয়ে করবে।
সুন্দরীর এমন প্রস্তাবে কী জবাব দেবেন বুঝে উঠতে পারছিলেন না ভাইজান। ঠিক সেই সময় অন্য একজন বলে ওঠেন, ‘না সালমান, তুমি কখনো বিয়ে করবে না।’
সাথে সাথে মাথা নেড়ে সম্মতি জানিয়ে সালমান খান বলেন, ‘একদম ঠিক কথা বলেছ।’
সালমানের বিয়ে নিয়ে কম চর্চা হয়নি। তবে একটা সময় সালমান যে বিয়ে করতে চেয়েছিলেন, তা নিজে মুখেই কবুল করেছিলেন কফি উইথ করণ-এর শোতে। তবে নিয়তির ফেরে ভাইজান রয়ে গেলেন কুমারই।