সেলুলয়েড

মেজর অং সান থুরার ভূমিকায় এনামুল হক

দেশে রোহিঙ্গা সংকটের মৌলিক দিক নিয়ে সিনেমা নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড।

সিনেমাটির পুরো শুটিং হয় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের এলাকায়। ‘রোহিঙ্গা’ নামে এ সিনেমাটির নির্মাণ কাজ শুরু করেন ২০১৭ সালে।

দীর্ঘ চার বছর পর সিনেমাটি মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক। আগামী ২১ অক্টোবর সিনেমাটি মুক্তির তারিখ চূড়ান্ত করা হয়েছে।

এই সিনেমায় সবার নজর কেরেছেন অভিনেতা এনামুল হক। তিনি মিয়ানমার সেনা বাহিনীর মেজর অং সান থুরার চরিত্রে অভিনয় করেছেন।

অভিনেতা এনামুল হক

চলচিত্রে এনামুল হক যে মিয়ানমারের মেজর অভিনয় করেছেন তাতে তিনি একেবারে মিশে গেছেন। সাধারণ দর্শকের পক্ষে তাকে বাংলাদেশী অভিনেতা হসেবে শনাক্ত করতে কষ্টকর হয়ে যাবে।

এই চলচিত্রে মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর দেশটির সামরিক বাহিনীর অত্যাচার-নির্যাতন তুলে ধরা হয়েছে আর সেখানেই মেজর অং সান থুরার চরিত্রে অভিনয় করে সবার মন জয় করেছেন।

ইতোমধ্যে ছবিটি প্রদর্শকদের মধ্যে বেশ সাড়াও ফেলেছে। সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘রোহিঙ্গা’ সিনেমার ট্রেলার। এ উপলক্ষে রাজধানীর এফডিসিতে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন সিনেমাটির নির্মাতা, অভিনয়শিল্পী, কলাকুশলীরা ও চলচ্চিত্র ব্যক্তিত্বরা।

সিনেমাটি গত বছরের নভেম্বরে সেন্সর বোর্ড থেকে আনকাট সেন্সর পায়। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা আরশি হোসেন, ওমর আয়াজ অনি, সাগর, বৃষ্টি, তানজিদ, শাকিবা, হায়াতুজ্জামান, গোলাম রাব্বানি মিন্টু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অস্কার ২০২৩: সেরা সিনেমা ছবি থেকে সেরা অভিনেতা-অভিনেত্রী 

শেষ হল ৯৫তম অস্কারেরর ঘোষণা। কোন শিল্পীর হাতে উঠল কোন […]

ব্রিটিশ প্রধানমন্ত্রী কন্যার নৃত্য পরিবেশনা

ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কন্যা আনুষ্কা লন্ডনে নেচে আলোচনার জন্ম […]

সোহাগ রেজার গানে কন্ঠ দিলেন নিশীতা বড়ুয়া

ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ সংগীত প্রতিযোগিতায় রানারআপ ও দেশের […]

%d bloggers like this: