এশিয়ার প্রথম ‘হিট অফিসার’ বাংলাদেশি বুশরা

বাংলাদেশে নিয়োগ করা হয়েছে ‘চিফ হিট অফিসার’। এই দায়িত্ব দেওয়া হয়েছে বুশরা আফরিনকে। এই ঘোষণার পর থেকেই আলোচনায় এসেছেন এই তরুণী।

তাঁর সৌন্দর্য্যে মুগ্ধ নেট দুনিয়া। এশিয়ার প্রথম ‘চিফ হিট অফিসার কে এই বুশরা এমন প্রশ্ন ঘুুরপাক খাচ্ছে নেট পাড়ায়।

জানা যায়, বুশরা আফরিন কানাডা থেকে পড়াশোনা করেছেন। তাঁকে এই পদে নিযুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গবেষণা প্রতিষ্ঠান।

আন্তর্জাতিক গবেষণাপ্রতিষ্ঠান অ্যার্ডিয়ান আরশট-রকফেলার ফাউন্ডেশনের রেজিলিয়েন্স সেন্টার তাকে এই পদে নিয়োগ দিয়েছে

অভিনয় অঙ্গণেও বুশরার বিচরণ:

বুশরা নুহাশ হুমায়ূনের ‘৭০০ টাকা’ নামক একটি স্বল্প দৈর্ঘ্যের সিনেমা অভিনয় করেছেন। ২০২১ সালে ১৫ মিনিটের সেই শর্ট ফিল্ম ইউটিউবে মুক্তি পায়।

ইউটিউবে উন্মুক্ত থাকা ১৭ মিনিট ২৭ সেকেন্ডের এই সিনেমার ১১ মিনিট ২৪ সেকেন্ড থেকে দেখা যায় ‘হিট অফিসার’ বুশরাকে।

হিট অফিসার
বাবা মায়ের সাথে হিট অফিসার বুশরা আফরিন

সেখানে তাঁর অভিনয় প্রশংসা কুড়ায়। এতে তাকে দেখা গেছে গায়ক-অভিনেতা প্রীতম হাসান ও সাবিলা নূরের সঙ্গে অভিনয় করতে।

শুধু অভিনয় নয়, এই চলচ্চিত্রটির ক্রেডিট লাইনে বুশরা আফরিনের নাম দেখা গেল সহকারী পরিচালক হিসেবেও।

এখানেই শেষ নয়, নুহাশের নির্মিত আন্তর্জাতিক বিভিন্ন ফেস্টিভ্যালে প্রশংসিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’র প্রযোজক এ বুশরা, যা সিনেমাটির ক্রেডিট লাইনে দেওয়া আছে তার নাম। অবশ্য এটি যৌথভাবে নুহাশও প্রযোজনা করেছেন।

জার্নালস মনিটর
বিশ্বের অন্যান্য দেশের হিট অফিসারদের ছবি বামে বুশরার ছবি 

গত ৩ মে বুধবার চিফ হিট অফিসার হিসেবে নিয়োগের পর ৫ মে, ২০২৩ শুক্রবার কোভিড পজিটিভ হয়েছেন তিনি। আপাতত বাড়িতেই কোয়ারেন্টাইন রয়েছেন নবনিযুক্ত এই তরুণী।

হিট অফিসার এর কাজ কী?

আসলে ঢাকা শহরের তাপমাত্রা কীভাবে কমানো যায়, তার জন্য যাবতীয় সিদ্ধান্ত নেবেন তিনিই। বিদেশি সংস্থার থেকে পাবেন বেতন। তবে কত বেতন পাবেন তিনি, তা নির্দিষ্ট করে জানা যায়নি।

​বুশরাকে নিয়েছতো হইচই কেন?

বুশরাকে নিয়ে এতো হইচই এর কারণ তাঁর ছবি রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বুশরার রূপ দেখে মুগ্ধ নেটিজেনরা।

হিট অফিসার
স্বল্প দৈর্ঘ্য সিনেমা ৭০০ তে অভিনয়ের সময় হিট অফিসার বুশরা

বলে রাখা ভালো, বুশরা আফরিন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্তমান মেয়র আতিকুল ইসলামের কন্যা।

ডিএনসিসি বলছে, বুশরা আফরিনের নিয়োগ কর্পোরেশন থেকে দেওয়া হয়নি। এর সঙ্গে সিটি কর্পোরেশনের কোন ধরণের সংশ্লিষ্টতা নেই। কর্পোরেশন থেকে তিনি সুযোগ-সুবিধাও পাবেন না।

সিটি কর্পোরেশনের অর্গানোগ্রামে ‘চিফ হিট অফিসার’ নামে কোনো পদ নেই জানিয়ে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা।

ঢাকার তাপমাত্রা কমানোর চেষ্টায় যৌথভাবে কাজ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশন বুশরা আফরিনকে নিয়োগ দিয়েছে।

বেতন বা অন্যান্য সুযোগ সুবিধা ওই সংস্থা তাকে দেবে। বুশরা আফরিন রকফেলার ফাউন্ডেশনের একজন কর্মকর্তা, কর্পোরেশনের নয়।

কর্তৃপক্ষের তথ্যমতে, যেহেতু নারীদের ওপর জলবায়ু পরিবর্তনসহ নানা ব্যাপার বেশি প্রভাব ফেলে, মূলত এ কারণে নারীদেরই পদটিতে নিয়োগ দেওয়া হয়।