তীব্র গরমেও কাবা শরীফ প্রাঙ্গণ ঠাণ্ডা থাকে কেন?

মক্কা শরীফ একটি নাম, একটি অনুভূতি। ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান কাবা’কে ঘিরে সৌদি আরবের মক্কা নগরীতে মসজিদটির অবস্থান। মক্কার পবিত্র এই গ্র্যান্ড মসজিদে প্রতিদিন কাবাঘর তাওয়াফ করেন লাখ লাখ মুসল্লি।

তীব্র গরমের মধ্যেও মসজিদের মেঝে প্রদক্ষিণকালে পায়ে ঠাণ্ডা অনুভূত হয় ধর্মপ্রাণ মুসল্লিদের। এ নিয়ে কৌতূহলের শেষ নেই আগত মুসল্লিদের।

অনেকের ধারণা, মেঝের নিচে থাকা ঠাণ্ডা পানির পাইপ বা তাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে, যার ফলে এমন শীতলতা অনুভব হয়। তবে এসব ধারণা মোটেও সঠিক না। মূলত মসজিদের কিছু দুর্লভ নির্মাণসামগ্রী এই রহস্য তৈরি করেছে বলে জানিয়েছে আরব নিউজ।

প্রচণ্ড রোদেও কাবা প্রাঙ্গণ ঠাণ্ডা থাকে কেন সম্প্রতি আরব নিউজের এক প্রতিবেদনে কাবাঘরের মেঝের শীতলতার রহস্য তুলে ধরে বলা হয়, মাতাফে বা তাওয়াফের স্থানে এক ধরনের থাসোস মার্বেল ব্যবহৃত হয়েছে। প্রচণ্ড তাপমাত্রার মধ্যেও শীতলতার এটিই প্রধান কারণ। এখানেই বিশ্বের বৃহত্তম মার্বেলের প্রয়োগ হয়েছে।

তথ্য বলছে, বিশ্বের সবচেয়ে দুর্লভ মার্বেলগুলোর একটি থাসোস মার্বেল। এটি স্নো হোয়াইট মার্বেল নামেও পরিচিত। পাথরটি সবচেয়ে শক্ত প্রাকৃতিক পাথরগুলোর অন্যতম।

গ্রিসে স্ফটিক সাদা রঙের এই পাথরের বহুল ব্যবহার রয়েছে। অ্যামফিপোলিসের প্রাচীন মেসিডোনিয়ান সমাধি, তুরস্কের ইস্তাম্বুলের আয়া সোফিয়াসহ ইতিহাসের সেরা স্থানপনাগুলোর দেয়াল ও মেঝে এই পাথর দিয়ে তৈরি করা হয়।

এর বাইরে বিলাসবহুল ভিলা ও অভ্যন্তরীণ সাজসজ্জায় এই দুর্লভ পাথরের ব্যবহার দেখা গেলেও তা মোটেও সস্তা নয়। এর দাম প্রতি বর্গমিটারে ২৫০ থেকে ৪০০ মার্কিন ডলার হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় ২৭ হাজার থেকে ৪৫ হাজার টাকা।

মার্বেলটি এজিয়ান সাগরের কাভালা নিকটস্থ পূর্ব গ্রিক দ্বীপ থাসোস থেকে সংগ্রহ করা হয়। প্রাচীনকাল থেকে এই এলাকাটি মূল্যবান পাথর সংগ্রহের এলাকা হিসেবে পরিচিত।

হজের মৌসুমে মুখরিত পবিত্র কাবা শরীফের প্রাঙ্গণ

তা ছাড়া মার্বেল আবিষ্কার ও যুগে যুগে এর নিত্য-নতুন ব্যবহার উদ্ভাবনে গ্রিকরা ছিল অগ্রগামী। তাই এখান থেকে কাবা ঘরের মার্বেল আনা হয়।

জানা যায়, ১৯৭৮ সালে সৌদি আরবের বাদশাহ খালিদের নির্দেশে পবিত্র মসজিদুল হারামের মাতাফ সম্প্রসারণকালে প্রথমবার এর মেঝেতে থাসোস মার্বেল লাগানো হয়।

পবিত্র মক্কা মসজিদে ব্যবহৃত মার্বেলের পুরুত্ব ৫ সেন্টিমিটার। রাতের বেলা ছিদ্রের মাধ্যমে মুহূর্তেই আর্দ্রতা শোষণ করে আর দিনের বেলা রাতের শোষিত আর্দ্রতা বের করা এই মার্বেলের অন্যতম বৈশিষ্ট।

তা ছাড়া সূর্যের রশ্মিকে প্রতিফলিত করে দিনের বেলা মেঝের তাপমাত্রা কমাতে সাহায্য করে। ফলে তপ্ত রোদের মধ্যেও সবসময় মক্কা মসজিদের মেঝে শীতল থাকে, যা অন্য কোনো গ্রানাইট ও মার্বেল পাথরে নেই।

অনেক বছর ধরে সৌদি আরব বিখ্যাত গ্রিক থাসোস মার্বেল আমদানি করছে। সৌদি আরবের বেসরকারি কারখানায় প্রযুক্তিবিদদের তত্ত্বাবধানে বিশাল পাথর থেকে বিভিন্ন সাইজে তা কাটা হয়।

গ্রীষ্মকালে মক্কায় ৫০-৫৫ সেলসিয়াস তাপমাত্রা থাকে। পবিত্র মসজিদে মুসল্লিদের খালি পায়ে প্রবেশ করতে হয়। তাই আল্লাহর ঘরের অতিথিদের উচ্চ তাপমাত্রা থেকে সুরক্ষিত রেখে স্বাচ্ছন্দ্যময় পরিবেশ তৈরিতে মসজিদের মেঝেতে বিশেষ বৈশিষ্ট্যের থাসোস পাথর ব্যবহৃত হয়েছে।

এসব মার্বেল পাথর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ৪০ জনের বেশি প্রকৌশলী ও প্রযুক্তিবিদ। তারা সার্বক্ষণিকভাবে দেখাশোনা করেন।

২০২১ সালে প্রকাশিত আন্তর্জাতিক এক জার্নালের সমীক্ষায় বলা হয়, পাথরগুলোর থার্মোফিজিক্যাল বৈশিষ্ট্য হলো, তা সৌর নিরোধক তাপকে প্রতিফলিত করে ও ছড়িয়ে দেয়।

গবেষণায় দেখা গেছে, থাসোস মার্বেল এর মধ্যে উচ্চ সৌর প্রতিফলন ও চুনাপাথরের তুলনায় তাপ পরিবাহিতার উচ্চ হার রয়েছে। সাধারণত ইসলামী স্থাপত্যগুলোতে চুনাপাথরের বহুল ব্যবহার রয়েছে।

সার্বিকভাবে পাথরের বিশেষ বৈশিষ্ট্য গ্রীষ্মকালে শীতল তাপ বজায় রাখতে সক্ষম বলে প্রমাণিত হয়েছে। একই সময়ে দুর্লভ মার্বেলের ব্যবহার মসজিদের শৈল্পিক পরিবেশকে আরো দৃষ্টিনন্দন করে তুলেছে।