ব্যর্থ যুবকের গল্প 

গ্রাম থেকে একদিন এসে ছিলাম এই শহরে,

বিকেল বেলা আলো ছায়ার কোনো এক প্রহরে।

 

মা আদর করে এগিয়ে দিতো আমায়

মায়ের সেই স্মৃতি আজও কাঁদায়।

 

লক্ষ্য ছিল অর্জন করব উচ্চ শিক্ষা

ধরব সোনার হরিণ এই ছিল প্রতিক্ষা।

 

অনেক বড় স্বপ্ন লালন করতাম আদরে

সব অভাব অনটন সহ্য করতাম সাদরে।

 

একে একে করলাম অনেক ডিগ্রী অর্জন

শেষ মেষ চাকরি হলো না দিলাম সেসব বিসর্জন।

 

পিতা-মাতার আশা আমি করতে পারলাম না পূরণ

না পারার ব্যাথা বুকে চাপিয়ে কষ্ট করেছি বরণ।

 

 মেসে কাটিয়ে দিলাম বারোটি বছর

সুখে আছি না দুঃখে আছি কেউ নিলো না খবর।

 

আলু ভর্তা-ডালে কাটিয়ে দিলাম কত রাত

ডিম ভাজি আর পানতায় কত প্রভাত।

 

শতো যুবক এই শহরে আজও আসে অনেক স্বপ্ন নিয়ে

কারো পূরণ হয় কারো হয় না তবুও যায় সামনে এগিয়ে।

 

প্রতিনিয়ত গলা টিপে হত্যা করছে হাজার যুবকের স্বপ্ন

তাদের মাঝে বিরাজ করছে পাহাড় সমান বিষণ্ণ।

 

এই শহরে হাজার যুবক রোজকার করে অল্প

তা দিয়ে সংসার চালায় এটাই ব্যর্থ যুবকের গল্প।

 

কলমে: মহাসীন আদীল, কবি, লেখক ও ছড়াকার