হাজার বছর আগের লেখা হিব্রু বাইবেল বিক্রি

এক হাজার ১০০ বছর আগে হিব্রুতে লেখা বাইবেল বিক্রি হলো চড়া দামে। ১৭ মে, ২০২৩ বুধবার নিউ ইয়র্কে তিন কোটি ৮১ লাখ ডলারে বিক্রি হয়েছে বাইবেলটি। এটি বিশ্বের সবচেয়ে পুরনো হিব্রুতে লেখা বাইবেল।

সদবিস নিলামে চামড়ায় বাঁধানো হাতে লেখা এই বাইবেলটি ৩ কোটি ৮১ লাখে বিক্রি হয়, যা বাংলাদেশি মুদ্রায় ৪০৮ কোটি টাকারও বেশি। এই নিলাম চার মিনিটের মধ্যে শেষ হয়। এতে দুইজন দরাদরি করেন।

ধারণা করা হচ্ছে, এই বাইবেল ৮৮০ থেকে ৯৬০ খ্রিষ্টাব্দে লেখা। এতো দামে বিক্রি হলেও দামের ক্ষেত্রে এটি বিশ্বরেকর্ড করতে পারেনি। এর আগে ২০২১ সালে মার্কিন সংবিধানের প্রথম সংস্করণ বিক্রি হয়েছে ৪ কোটি ৩২ লাখ ডলারে। যা বাংলাদেশি টাকায় প্রায় ৫০০ কোটি টাকা।

তবে বাইবেলটি লিওনার্ডো দ্য ভিঞ্চির পাণ্ডুলিপির থেকে বেশি দাম পেয়েছে। এটি ইসরায়েলে এএনইউ মিউজিয়ামে রাখা হবে। হিব্রু বাইবেলের গভীর শক্তি, প্রভাব এবং তাৎপর্য প্রতিফলিত করে, যা মানবতার জন্যে অপরিহার্য স্তম্ভ।

হিব্রু বাইবেল
১ হাজার ১০০ বছর আগের লেখা হিব্রু বাইবেল

গত মার্চের শেষ দিকে পূর্ণাঙ্গ হিব্রু বাইবেলটি বিক্রির আগে ইসরায়েলের রাজধানী তেল আবিরে প্রদর্শন করা হয়। ধারণা করা হচ্ছে ১ হাজার ১০০ বছর আগে মিশর অথবা লিভেন্টের লেখকের মাধ্যমে এটি লেখা হয়েছিল।

২৪ টি আলাদা আলাদা হিব্রু বাইবেলকে এখানে লিপিবদ্ধ করা হয়। শুধু তাই নয় এর ভাষা, ব্যাকরণ এবং উচ্চরণের প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

সাবেক মার্কিন রাষ্ট্রদূত অ্যালফ্রেড এইচ মোজেস অলাভজনক অ্যামেরিকান ফ্রেন্ডস অফ এএনইউ-এর পক্ষ থেকে এ বাইবেল কিনেছেন। এরপর তা তেল আভিভে এএনইউ মিউজিয়ামে দান করা হচ্ছে। পশ্চিমা সভ্যতার ইতিহাসে অন্যতম প্রভাবশালী বই হলো হিব্রু বাইবেল। ইহুদিদের কাছে এই বই ফিরে যাচ্ছে।

নিলামকারি প্রতিষ্ঠান সদবিস বলছে, দাম থেকেই বোঝা যাচ্ছে এ বাইবেলের ক্ষমতা, প্রভাব ও গুরুত্ব কেমন। এই বাইবেল মানবতার একটা অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে উল্লেখ করেছে সদবিস। এই বাইবেল ইসরায়েলে ডিসপ্লে করা থাকবে। মানুষ তা দেখতে পারবেন।

তথ্যসূত্র: আল জাজিরা ও ডয়চে ভেলে

Leave a Reply

%d bloggers like this: