১) আজকের জন্য বাঁচুন, আজকের দিনটি উপভোগ করুন। আগামীকাল কী হবে সেটা সৃষ্টিকর্তার ওপপর ছেড়ে দিন।
২) অতিরিক্ত লোভ-লালসা থেকে বিরত থাকুন। পদমর্যাদা ও সম্পদ বৃদ্ধির চিন্তা আপনাকে মানসিক চাপে রাখবে।
৩) অন্যের ব্যাপারে নাক গলাবেন না। নিজের চর্কায় তেল দিন।
৪) প্রতিদিন নির্জনে কিছু সময় কাটান। ফেসবুক, ইউটিউব, টিকটিক ইত্যাদি থেকে সম্পূর্ণ দূরে থাকুন।
৫) জ্ঞানীদের জীবনী পড়ুন, তাদের মূল্যবান উপদেশ আপনার জীবনকে অনুপ্রাণিত করবে।
৬) নিজের শরীরকে ভালোবাসুন। পুষ্টিকর খাবার, ঘুম, বিশ্রাম গ্রহণ করা জরুরি।
৭) জীবনে যত বিপদ ও সমস্যাই আসুক না কেন সহজভাবে মেনে নিন। সমস্যা মুক্ত পৃথিবী হয় না ।