ভালোবাসা দিবস শুধু প্রেমিক-প্রেমিকার জন্যই নয়। ভালোবাসা ছড়িয়ে দিতে পারেন সবাইকে। শুধু মাধ্যমটি ভিন্ন হতে পারে।
প্রিয়জনের জন্য উপহার নির্বাচনের ক্ষেত্রে রইলো কিছু পরামর্শ:
- ভ্যালেন্টাইনসে মায়ের জন্য ভালোবাসার স্মারক হতে পারে শাড়ি।
- বাবার জন্য আনতে পারেন বই কিংবা চলাচলের জন্য প্রয়োজনীয় কিছু। দীর্ঘদিন ভার বইতে বইতে আরামদায়ক কিছু তাকে আনন্দ দেবে।
- স্ত্রীর জন্য এই দিনটিতে তাজা ফুলের তোড়া এবং জুয়েলারি আইটেম আনতে পারেন।
- স্বামীকে কিছু দিতে চাইলে মানিব্যাগ, জুতো বা শার্ট দিতে পারেন।
- প্রেমিকাকে ফুল দেওয়াটা বাধ্যতামূলক। তবে এই দিনটিতে কোনো নতুন প্রসাধনী ও চকলেট খুঁজে দিতে পারেন।
- প্রেমিকের জন্য এখন স্মার্ট কোনো গ্যাজেট দেওয়াটাই বেশি ভালো।
- সহকর্মীদেরও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানো যায় মগ কিংবা টেবিল ক্যালেন্ডারের মাধ্যমে।
- বোনের জন্য কোনো সুন্দর হ্যান্ডব্যাগ দিতে পারেন।
- বাড়ির ছোটদের জন্য চকলেটই যথেষ্ট।
ভালোবাসা দিবসে পরিবারের সবাই এক সঙ্গে ভোজনের আয়োজন উপহারের চেয়ে উত্তম বলে মনে করেন কেউ কেউ। ভুরিভোজ ও রসিকতা পরিবারের সদস্যদের মনে নতুন প্রাণের সঞ্চার করে। তবে আত্মীয়-স্বজন থাকলে সেই আনন্দ আরও বেড়ে যায়।