ইতিহাস

বিশ্বের দীর্ঘতম রাজত্ব এখন ব্রুনাইয়ের সুলতানের

রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যাওয়ার পর বিশ্বের দীর্ঘতম রাজত্ব এখন ব্রুনাইয়ের সুলতানের। হাসানাল বোলখিয়া প্রায় ৫৫ বছর ধরে রাজত্ব করছেন।

বিশ্বের দীর্ঘতম সময় ধরে সিংহাসনের অধিকারী হিসেবে থাকার রেকর্ড ছিল রানি দ্বিতীয় এলিজাবেথের হাতে। তার মৃত্যুর পর এবার সেই তকমা পেতে যাচ্ছেন ব্রুনাইয়ের সুলতান।

বর্তমানে জীবিত রয়েছেন এমন রাজা, রানি বা সুলতানদের মধ্যে ব্রুনাইয়ের সুলতানই সবচেয়ে বেশি সময় ধরে সিংহাসনে আসীন।

বোলখিয়া সিংহাসনে বসেছিলেন ১৯৬৭ সালে। এরপর ৫৫ বছর ধরে রাজত্ব করে যাচ্ছেন তিনি। ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারেটের চেয়ে চার বছর বেশি সময় রাজত্ব করছেন বোলখিয়া। দ্বিতীয় মার্গারেট বর্তমানে দীর্ঘতম রাজত্বের অধিকারের তালিকায় দ্বিতীয় স্থানে।

৮ সেপ্টেম্বর মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। ৭০ বছর ধরে রাজত্ব করেছেন তিনি। গত জুনে শাসনের ৭০ বছর পূর্ণ করেন তিনি। রানির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ব্রুনাইয়ের সুলতানের।

ব্রিটিশ সেনাবাহিনীর বিভিন্ন সাম্মানিক পদ দেওয়া হয়েছিল ব্রুনাইয়ের রাজপরিবারের সদস্যদের।

যুক্তরাজ্যের রানির চেয়ে অনেক বেশি ক্ষমতাবান ব্রুনাইয়ের সুলতান। তার অনেক ক্ষমতা। দেশটির সংবিধান অনুযায়ী তিনি এসব ক্ষমতা পেয়েছেন। জরুরি অবস্থা জারির ক্ষমতাও রয়েছে তার।

একাধারে তিনি দেশটির প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী। শুধু তাই নয়, বোলখিয়া ব্রুনাইয়ের সুপারিন্টেন্ড্যান্ট অব পুলিশ, প্রতিরক্ষামন্ত্রী এবং কমান্ডার অব দি আর্মড ফোর্সেস।

এমনকি ব্রুনাইয়ের জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরও তিনি।তিনিই দেশটির সর্বোচ্চ ইসলামিক নেতা।

সুলতান বোলখিয়া ও ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারেটের পরে আছেন সংযুক্ত আরব আমিতের শারজাহর সুলতান বিন মোহাম্মদ আল কাশিমি।

স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ৮ সেপ্টেম্বর মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। তার বয়স হয়েছিল ৯৬ বছর। ১৯ সেপ্টেম্বর তার অন্তেষ্টিক্রিয়া।

নীরবে বিলাসী জীবনযাপন করেন বোলখিয়া।তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ ২৭ দশমিক ৭ বিলিয়ন ডলার। বিশ্বের সবচেয়ে সম্পদশালী শাসকদের একজন তিনি।

বিপুল সম্পদ আর ভোগবিলাসে লিপ্ত থাকা ব্রুনাইয়ের সুলতানের রয়েছে প্রাইভেট জেট বিমানের বহর।

উত্তারাধিকার সূত্রে বাবার কাছ থেকে পাওয়া এই ক্ষমতায় নিজের একচ্ছত্র আধিপত্য ব্রুনাইয়ের এই সুলতানের।

সম্প্রতি ব্রুনাইয়ে শরিয়াহ আইন চালু করেছেন দেশটির এ শাসক। নিজে যৌনবিলাস আর অসৎকর্মে লিপ্ত থেকে এ আইন চালু করায় তার বিরুদ্ধে চলছে সমালোচনা।

আর এসব আলোচনায় উঠে এসেছে সুলতানের নানা কুকর্মের কথা। জানা গেছে, সুলতানের রাজপ্রাসাদেই নাকি রয়েছে একাধিক ‘হেরেম’, যেগুলোতে রয়েছে বিশ্বের নানা দেশ থেকে আনা সুন্দরী যৌনদাসীরা।

সুলতানের যৌনবিলাস ও হেরেমের খবর প্রথম প্রকাশ্যে আসে ১৯৯৭ সালে। সে বছরের মিস যুক্তরাষ্ট্র নির্বাচিত হওয়া শ্যানন মার্কেটিক মার্কিন আদালতে অভিযোগ করেছিলেন সুলতানের বিরুদ্ধে।

তিনি জানান, যৌনতার জন্য প্রতিদিন তিন হাজার ডলারের বিনিময়ে ব্রুনাইয়ে নেয়া হলেও যৌনদাসীর মতো করে তাকে ব্যবহার করেছেন সুলতান।

এ ছাড়া ২০১০ সালে ব্রুনাই রাজপ্রাসাদের হেরেমে (রাজকীয় পতিতালয়) থাকার অভিজ্ঞতা রয়েছে মার্কিন লেখিকা জুলিয়ান লরেনের।

প্রায় সাড়ে চার লাখ জনসংখ্যার এই দেশটি তেল ও গ্যাস রফতানি করে সম্পদশালী হয়েছে বহু আগ থেকে। কিন্তু দেশটির জনসংখ্যার একটি বিশাল অংশ এখনও দারিদ্র্যের মধ্যে বসবাস করে।

কিন্তু কথিত আছে, তেলসম্পদ থেকে ব্রুনাইয়ের সুলতানের প্রতি সেকেণ্ডে আয় ১৪৭ ডলার বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর সবচেয়ে বড় রাজকীয় প্রাসাদে বসবাস করেন এ সুলতান। যার নাম ‘ইনস্তানা নুরুল ইমান প্যালেস’।

ব্রুনাই নদীর তীরে অবস্থিত এই রাজকীয় প্রাসাদে ১৮০০ কামরা রয়েছে। এই রাজপ্রাসাদটির বাজারমূল্য ১ দশমিক ৮ বিলিয়ন ডলার।

এতে রয়েছে পাঁচটি সুইমিংপুল, কয়েকটি মসজিদ। এই প্রাসাদে রয়েছে বহু হেরেমও। প্রাসাদের ব্যাঙ্কুয়েট হলে ৫ সহস্রাধিক অতিথি অবস্থান করতে পারে।

শুধু তাই নয়, এই রাজপ্রাসাদটি বহু সোনা ও হীরকখণ্ড দ্বারা সজ্জিত করা হয়েছে। যা দেখতে অনেক সুন্দর। চোখ ফেরানো কঠিন।

বোলখিয়ার বিলাসবহুল গাড়ির বিষয়ে অতি আসক্তি রয়েছে। তার সংগ্রহে যেসব বিলাসবহুল গাড়ি রয়েছে তার সর্বমোট মূল্য ৯ বিলিয়ন ডলার।

এর মধ্যে রয়েছে রোলস রয়েস, ফেরারি, বেন্টলেস, ল্যাম্বরগিনি, অ্যাস্নট মার্টিন ও জাগুয়ারের মতো বিশ্ববিখ্যাত গাড়ি।

এর বাইরে প্রাইভেট প্লেনের একটি বহর রয়েছে এই সুলতানের। এই বহরে রয়েছে ১৩৮ মিলিয়ন ডলার মূল্যমানের এয়ারবাস, ২৫১ মিলিয়ন ডলার মূল্যমানের বোয়িং ৭৬৭ প্লেন এবং বিশেষ ধরনের বোয়িং ৭৪৭ প্লেন।

এই প্লেনের দাম ৪৩১ মিলিয়ন ডলার। এই প্লেনটি স্বর্ণ দিয়ে সজ্জিত করা হয়েছে। যেগুলোর নিয়ন্ত্রণ করা অনেক ব্যয়বহুল।

বোলখিয়ার ব্যাডমিন্টন কোচের বেতন ২ মিলিয়ন ডলার। সুলতান প্রাইভেট প্লেনে চড়ে তার প্রিয় স্টাইলের চুল কাটতে সেলুনে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: