গরিলা

মানুষের মতো পুরনো বান্ধবীদের খুঁজে বের করে নারী গরিলা

মানুষের মতো গরিলারাও কী পুরনো বন্ধুদের মনে রাখে? রুয়ান্ডার এক অভয়ারণ্যে নারী গরিলার আচরণ দেখে বিজ্ঞানীরা বলছেন, হ্যাঁ, গভীর বন্ধুত্ব শুধু মানুষের মাঝে নয়, গরিলার মাঝেও দেখা যায়।

এক দল ছেড়ে অন্য দলে গেলেও গরিলারা ফিরে যায় সেই পুরনো বান্ধবীদের কাছেই, যাদের সঙ্গে তাদের একসময় ছিল খেলাধুলা আর পারস্পরিক সম্পর্কের বন্ধন।

গবেষণায় দেখা গেছে, একটি গরিলা যখন নতুন কোনো দলে যোগ দেয়, তখন সে এমন নারীর সান্নিধ্য খোঁজে যাকে সে আগে থেকে চিনে বা যার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।

এই গবেষণাটি রুয়ান্ডার ভলকানোস ন্যাশনাল পার্কে ২০ বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন গরিলা দলের ওপর চালানো পর্যবেক্ষণের ভিত্তিতে তৈরি।

বিজ্ঞানীরা দেখতে পান, দুই নারী গরিলা বহু বছর আলাদা থাকলেও, যখন তাদের কেউ নতুন দলে যোগ দেয়, তখন সে পুরনো পরিচিত বা বন্ধুর কাছাকাছি থাকার চেষ্টা করে।

নারী গরিলা যখন নতুন কোনো দলে যোগ দেয়, তখন সে এমন নারীর সান্নিধ্য খোঁজে যাকে সে আগে থেকে চিনে বা যার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল
নারী গরিলা যখন নতুন কোনো দলে যোগ দেয়, তখন সে এমন নারীর সান্নিধ্য খোঁজে যাকে আগে থেকে চিনে, ছবি : এনডিটিভি

গরিলার সমাজে কখনো কখনো বিভিন্ন দল একত্রিত হয়। এতে তারা নতুন গরিলার সঙ্গে যোগাযোগ গড়ে তুলতে পারে। এই সম্পর্কগুলো সময়ের সঙ্গে সঙ্গে গভীর হয় ও দীর্ঘকাল স্থায়ীত্ব পায়।

‘বৈজ্ঞানিকভাবে হয়তো একে ‘বন্ধুত্ব’ বলা যায় না,’ বলেন প্রধান গবেষক ভিকতোয়ার মার্তিনিয়াক, যিনি সুইজারল্যান্ডের জুরিখ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন। ‘তবে আমরা দেখতে পাচ্ছি, একই লিঙ্গের গরিলাদের সম্পর্কগুলো বাস্তবেই গুরুত্বপূর্ণ।’

পুরুষ ও নারী উভয়ই জীবনে একাধিকবার দল পরিবর্তন করে। এই দলবদল প্রক্রিয়া গরিলাদের মধ্যে বৈচিত্র্য তৈরি করে, ইনব্রিডিং বা আত্মীয়ের সঙ্গে প্রজনন এড়াতে সাহায্য করে এবং সমাজ কাঠামো গড়ে তোলে।

গবেষক দলের তথ্য সংগ্রহের ভিত্তি ছিল ডায়ান ফসি গরিলা ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত একটি ফিল্ড সাইট, যা ১৯৬৭ সাল থেকে পর্যবেক্ষণে রয়েছে। সেখানে তারা ৫৬টি নারী গরিলার দল পরিবর্তনের পুঙ্খানুপুঙ্খ তথ্য বিশ্লেষণ করেন।

তারা দেখতে পান, গরিলারা এমন দলে যোগ দেয় না যেখানে পুরুষ সদস্যের সঙ্গে তাদের আত্মীয়তার সম্ভাবনা থাকে। কিন্তু তারা এমন নারীর দিকে ঝুঁকে পড়ে যাদের সঙ্গে পূর্ব পরিচয় বা সামাজিক বন্ধন ছিল। তারা এমন গরিলার পাশে থাকতে চায়, যার সঙ্গে তারা ছোটবেলায় বড় হয়েছে বা সম্প্রতি খেলাধুলা ও যোগাযোগ করেছে।

এছাড়া নতুন গরিলাদের প্রতি দলটির স্থায়ী নারী সদস্যরা আক্রমণাত্মক মনোভাব দেখাতে পারে, কারণ নতুন সদস্যদের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী মনে করা হয়। তাই আগে চেনা মুখের উপস্থিতি নতুনদের জন্য সামাজিকভাবে উপকারী হয়।

সূত্র : বিবিসি