বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির জীবনাবসান

না ফেরার দেশে চলে গেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ইনাহ কানাবারো লুকাস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৬ বছর। তিনি ছিলেন দক্ষিণ আমেরিকা দেশ ব্রাজিলের নাগরিক। পেশায় তিনি একজন ক্যাথলিক খ্রিস্টান নান (নারী সন্ন্যাসী)।

তার মৃত্যুতে পোর্তো আলেগ্রেতে শোকের ছায়া নেমে এসেছে। পোর্তো আলেগ্রে হচ্ছে ব্রাজিলের রিও গ্রান্ডে দো সুল প্রদেশের সবচেয়ে বড় ও রাজধানী শহর।

এক বিবৃতিতে ব্রাজিলের পোর্তো আলেগ্রের কংগ্রেগেশন অব টেরেসিয়ান সিস্টার্স জানায়,“তিনি আজীবন নিষ্ঠা ও নিঃস্বার্থ সেবার প্রতীক ছিলেন।”

‘লুকাসের জীবন ধর্মবিশ্বাস, মানবতা ও আত্মত্যাগের অনন্য মেলবন্ধনের এক অসাধারণ প্রতিচ্ছবি। বয়সের হিসেব ছাড়িয়ে তিনি হয়ে উঠেছেন অধ্যবসায় ও আধ্যাত্মিকতার প্রতীক’ বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতি আরও বলা হয়, ‘ইনাহ লুকাসের জীবন ছিল সাহস, বিশ্বাস ও নিষ্ঠার অনন্য উদাহরণ। তার স্মৃতি কেবল “দীর্ঘায়ু গবেষণার” পাতায় নয়, থাকবে মানুষের হৃদয়ের গভীর শ্রদ্ধা ও প্রেরণার জায়গায়।’

১১৬ বছর বয়সে মারা গেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি, ছবি: এবিসি নিউজ

১৯০৮ সালের ৮ জুন জন্মগ্রহণ করা লুকাস ১৯৩৪ সালে মাত্র ২৬ বছর বয়সে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী উত্তাল সময়ের মধ্যে সন্ন্যাস জীবন গ্রহণ করেন। শুরু হয় তার আধ্যাত্মিক জীবনযাত্রা।

ইনাহ লুকাসের জীবন রহস্যে ভরা। ইনাহ লুকাস শৈশবে এতটাই দুর্বল ছিলেন যে, তার বেঁচে থাকার আশা ক্ষীণ ছিল। বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের স্বীকৃতি পাওয়া লুকাস শৈশবেই মৃত্যুর কাছ থেকে ফিরে আসেন।

ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস, আস্থা ও সন্ন্যাসজীবনের কঠোর শৃঙ্খলার মাধ্যমে তিনি সময়কে জয় করেছেন বলে মনে করেন দীর্ঘায়ু গবেষকরা।

এক সাক্ষাৎকারে ইনাহ লুকাস নিজেই জানান,‘ আমি বিশ্বাস করি ঈশ্বরই আমার দীর্ঘ জীবনের রহস্য। তিনি জীবন, তিনিই সবকিছুর রহস্য।”

১১০তম জন্মদিনে তিনি সদ্য প্রয়াত ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি পোপ ফ্রান্সিসের আশীর্বাদও লাভ করেন।

তথ্যমতে, ইনাহ লুকাস ইতিহাসে নথিভুক্ত ১৫তম দীর্ঘজীবী ব্যক্তি। ২০২৩ সালে ১১৮ বছর বয়সে মৃত্যুবরণ করা ফ্রান্সের লুসিল র‍্যান্ডনের পরে দ্বিতীয় প্রবীণ ব্যক্তি।

সিস্টার ইনাহ ক্যানাবারো লুকাস ১৯০৮ সালে জন্মগ্রহণ করেন, ছবি: বিবিসি

চলতি বছরের জানুয়ারিতে ১১৬ বছর বয়সের জাপানের টোমিকো ইতোকার মৃত্যুর পর বিশ্বের প্রবীণতম ব্যক্তির তখমা পান ব্রাজিলের আনন্দ নগরী হিসেবে খ্যাত পোর্তো আলেগ্রের এই নারী বাসিন্দা।

লুকাসের মৃত্যুর পর বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি এথেল ক্যাটারহাম। তিনি যুক্তরাজ্যের সারে-র বাসিন্দা। বর্তমানে এথেলের বয়স ১১৫ বছর।

বিশ্বের সবচেয়ে প্রবীণতম মানুষের মৃত্যু ও বর্তমান প্রবীণতম ব্যক্তির তথ্যটি জানিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক জেরোনটোলজিক্যাল রিসার্চ গ্রুপ (GRG) এবং লঞ্জেভিকোয়েস্ট ডাটাবেস।

অনুবাদ: জালাল উদ্দিন
তথ্যসূত্র: এএফপি, এবিসি নিউজ ও বিবিসি