ব্রিটিশ গণমাধ্যম বিবিসির জরিপে প্রভাবশালী ১০০ নারীর তালিকায় রোহিঙ্গা তরুণী জেসমিন আক্তার।
১৬ অক্টোবর ২০১৯ বিবিসি এই তালিকা প্রকাশ করে।
অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালীদের তালিকায় জায়গা হয় রোহিঙ্গা জেসমিনের।
পরিবেশ, জ্ঞান, নেতৃত্ব, সৃষ্টিশীলতা, খেলাধুলা ও পরিচিতি- ক্যাটাগরিতে তালিকা প্রকাশ করে বিবিসি।
তবে, রোহিঙ্গা জেসমিনকে বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক হিসেবে পরিচয় প্রকাশ করে বিবিসি।
উল্লেখ্য, জেসমিন আক্তার বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে জন্ম নেন।
জেসমিন জন্মগ্রহণ করার অল্প কিছুদিন আগেই তার বাবা মারা যান।
রোহিঙ্গা ক্যাম্পেই তিনি বেড়ে ওঠেন।
এরপরে শরণার্থী হিসেবে তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান।
ব্র্যাডফোর্ড শহরে এশীয় বংশোদ্ভূত মেয়েদের একটি ক্রিকেট দল গড়ে তুলে আলোচনায় চলে আসেন তিনি।
প্রভাবশালী নারী ক্রীড়াবিদ হিসেবে তাকে এই তালিকায় যুক্ত করা হয়।
পথশিশুদের বিশ্বকাপ ক্রিকেটে জেসমিন ইংল্যান্ড দলের হয়ে অংশ নেন।