Skip to content
- মুঘল সম্রাট শাহজাহান তার প্রয়াত স্ত্রী মমতাজ মহলের স্মৃতির উদ্দেশে গড়ে তোলেন রাজকীয় সমাধি স্তম্ভ তাজমহল।
- এটি সপ্তদশ শতকের আলোচিত নিদর্শন।
- ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রায় অবস্থিত তাজমহল সত্যিকারের ভালোবাসার প্রতীক।
- তাজমহলের সৌন্দর্য্য উপভোগ করতে প্রতি বছর ৭০-৮০ লাখ ভ্রমণপিপাসু আসেন।
- ভারতের জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোর মধ্যে তাজমহল একটি।
- বিশ্বের সপ্তম আশ্চর্যের তালিকায় তাজমহল শতাব্দির পর শতাব্দি জায়গাজুড়ে আসে।
- ঐতিহাসিক সমাধিস্তম্ভ তাজমহল নির্মাণ কাজে ২০ হাজার শ্রমিক ২২ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন।
- সম্রাট শাহজাহানের তৃতীয় স্ত্রী ছিলেন মমতাজ মহল।
- বিয়ের আগে তার নাম ছিল আর্জুমান্দ বানো বে।
- শাহজাহানের ১৪ তম সন্তান জন্ম দেওয়ার সময় ইন্তেকাল করেন মমতাজ মহল।
- তাজমহলে সমাধিতে ক্যালিগ্রাফিক শিলালিপি হিসেবে আল্লাহর ৯৯ গুণবাচক নাম রয়েছে।
- তাজমহল নির্মাণে উপকরণ বহনে এক হাজার হাতি ব্যবহার করা হয়।
- ভারতের পাঞ্জাব, রাজস্থান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, চীন, তিব্বত ও তুরস্ক থেকে আনা হয়েছিল তাজমহল নির্মাণের মার্বেল
- তাজের গায়ে রয়েছে ২৮ প্রকার মূল্যবান রত্নের সমাবেশ।
- দিনের বিভিন্ন সময় ও পূর্ণিমা রাতে তাজের নানান রুপ ধারণ করে।
- তাজমহল কমপ্লেক্সে ঘোরাঘুরির সময় দেয়ালের পুরোটাজুড়ে কোরআনের বিভিন্ন আয়াত চোখে পড়বে।
- সম্রাট শাহজাহান কালো মার্বেল ব্যবহার করে আরেকটি তাজমহল বানাতে চেয়েছিলেন। তবে ছেলেদের সঙ্গে শত্রুতার কারণে তা করতে পারেননি।
- মহারাষ্ট্রের আওরঙ্গবাদে ‘বিবি কা মাকবারা’ ও বাংলাদেশের নারায়ণগঞ্জে ‘ বাংলা তাজমহল’ আগ্রার তাজমহলের প্রতিলিপি